মুক্ত স্বাধীন কে না চাই
তাই বলে কি সে মুক্ত?
মুক্ত হল ঐ পাখিরা
যাদের পাখা যুক্ত।
মুক্ত আকাশ মুক্ত মন
মুক্ত পৃথিবী মুক্ত তাদের
জীবন যাপন মুক্ত যে সবি।
আকাশপানে উড়ে বেড়ায়
ঝাপটিয়ে দুই ডানা
মায়ের সাথে উড়ে বেড়ায়
তাদের ছোট্ট ছানা।
গাছের ডালে বাসা বানাই
কি না তাদের সুখ
ঝড়-বৃষ্টি রোদ-দুপুরেও
তাদের হাসি মুখ।
শূন্য আকাশে উড়ে যখন
একঝাঁক সাদা পাখি
আকাশটা কতই সুন্দর
তখন তা কি আমরা দেখি?
দুই অক্ষরের নাম হয়েও সে
আকাশপানে উড়ে
তিন অক্ষরের অদম মোরা
হত্যা করি তারে!
ভেবেছি কি কখনো কি
দোষ ছিল তার?
মুক্ত স্বাধীন
আকাশটাতো বেশ ছিলো যে তার!
কবিঃ বোয়ালখালী, চট্টগ্রাম। বিবিএ অনার্স (হিসাব বিজ্ঞান) জাতীয় বিশ্ববিদ্যালয়