নিজস্ব প্রতিনিধি
মধ্যম হালিশহরের ওয়াশিল চৌধুরী পাড়ার কমিশনার গলির মান্নান চৌধুরীর বিল্ডিং ২য় তলা, রুম নং-২ এর অভ্যন্তর হতে তল্লাশী করে ১৭ ডিসেম্বর চোরাই মালামাল কেনাবেচার সিন্ডিকেটের ৪ সদস্যকে স্হানীয় ফাঁড়ির পুলিশ সদস্যগণ আটক করেছে ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির হলেন ১। মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬) ২। মোঃ সাইফুল হাওলাদার (২৪)।৩ মোঃ সাকিব হাওলাদার (২৫) ৪। ইমন ধর (৩০)
এ সময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের চুড়ি, ওজন ১ ভরি ১৩ আনা ২ রতি ৮ পয়েন্ট, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন ৪ আনা ৪ রতি ৭ পয়েন্ট, ৫টি স্বর্ণের বেবি আংটি, ওজন ৪ আনা ৩ রতি ৭ পয়েন্ট, ১ জোড়া কান টানা স্বর্ণের চেইন, ওজন ৪ আনা ১ রতি ৮ পয়েন্ট মোট ওজন-২ ভরি ১১ আনা ১ রতি ১ পয়েন্ট, মূল্য অনুমান-১,৯০,০০০/-টাকা(যা নিকটবর্তী অভিমূন্য গোল্ড ফ্যাশন নামীয় স্বর্ণের দোকানদার কর্তৃক যাচাইকৃত ওজন পরিমাপকৃত) বিভিন্ন নোটের নগদ ৩৯,২০০/-টাকা চোরাই মালামালসহ উদ্ধার করা হয়।
অভিযুক্তরা অভ্যাসগত ভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য ৷ এ ব্যাপারে বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়সাল সারোয়ার।