1. admin@purbobangla.net : purbobangla :
বুধবার, ০১ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

আওয়ামী লীগ ভেসে আসা কোনো দল নয়, কেউ ধাক্কা দিলেই পড়ে যাবে – ভুমিমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি

সাংবিধানিকভাবে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা স্বাধীনতার শক্তি আ’লীগের বিরুদ্ধে বিদেশিদের মিথ্যা তথ্য দিয়ে ক্ষমতাচ্যুত করতে চায়। আওয়ামী লীগ ভেসে আসা কোনো দল নয়, তাদের ধাক্কা দিলেই পড়ে যাবে। তিনি বিএনপি–জামায়াতকে উদ্দেশ্যে করে বলেন, তাদের লজ্জা নেই। তাদের গুটি কয়েক নেতাকর্মী ছাড়া তাদের সাথে আর কোনো মানুষ নেই। তাদের লজ্জা থাকা উচিত। ২৫ আগষ্ট শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।

কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি ফারুক চৌধুরী এই সভায় সভাপতিত্ব করেন।  সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য আজিজুর রহমান আজিজ, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা আ.লীগ সহ সভাপতি নজরুল ইসলাম টুকু, এস এম হোসাইন, রফিক আহমদ, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাঈল, শহীদুল আলম চৌধুরী, সেলিম উল্লাহ খান, আবু তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, রফিউল কবির লিটু, আলমগীর খসরু, জয়নাল আবেদীন বাবু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান, কামাল আহমদ রাজা, হারুনুর রশিদ, আবদুল মান্নান খান প্রমুখ।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla