আফছারুল আমিনের আসনে নৌকার টিকিট পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার (৩ জুলাই) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। এই আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামীলীগের ২৯ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ সংসদীয় আসন।
আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯ জন। এর মধ্যে প্রয়াত সাংসদ আফছারুল আমিনের স্ত্রী, ছেলে ও ভাই, মূল দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারাও ছিলেন।
চট্টগ্রাম-১০ আসন থেকে ডা. আফছারুল আমিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে পর পর তিনবার (২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২ জুন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ডা. আফছারুল আমিন মারা যান।
তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এই আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (৪ জুলাই), মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।