পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের করা নির্যাতনের প্রতিকার চেয়ে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী সৈয়দ মো. মুনতাকিম ওরফে মোস্তাকিম।
সোমবার ২৩ জানুয়ারি দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে মোস্তাকিম স্বাক্ষরিত আবেদনপত্রটি পাঠানো হয়। একই আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় মানবাধিকার কমিশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবরও পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার মোস্তাকিম ওই আবেদনে বলেন, আমি আমার মাকে বাঁচাতে কিডনি ডায়ালাইসিসের ফি কমানোর দাবিতে আন্দোলন করেছি। আমি কোনো সন্ত্রাসী বা গুন্ডা নই। অথচ পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন আমাকে বিনা কারণে ঘটনাস্থলেও মেরেছে, পরে থানায় নিয়েও মেরেছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে। এতে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ সরকারের পদস্থ কর্মকর্তাদের কাছে বিচার দিয়েছি। আশা করি প্রধানমন্ত্রী তার বিচার করবেন।
এদিকে চমেকে সংঘর্ষের ঘটনায় ওসি নাজিম উদ্দিনের দায় অঅছে কি না তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। গত ১৪ জানুয়ারি তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।