1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
মিরসরাইয়ের কানু কুমার নাথ: সরকারী দুই প্রতিষ্ঠানে চাকরী করে ২৭ বছরে হাতিয়েছেন কোটি টাকা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক ১৩ তম রাফি স্মৃতি টি-টুয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২৫ ফাইনাল খেলা সম্পন্ন ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মিরসরাইয়ের কানু কুমার নাথ: সরকারী দুই প্রতিষ্ঠানে চাকরী করে ২৭ বছরে হাতিয়েছেন কোটি টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন, মিরসরাই
মিরসরাইয়ের এক ব্যাক্তির বিরুদ্ধে একাধারে দুই সরকারী প্রতিষ্ঠানে প্রতারণার মাধ্যমে চাকরীর অভিযোগ পাওয়া গেছে। তথ্য গোপন রেখে টানা ২৭ বছর ধরে দুই সরকারী প্রতিষ্ঠানে চাকরী করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। দুদকের মামলার সুবাধে সাম্প্রতিক এক প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হলেও বহালতবিয়তে আছেন অন্য প্রতিষ্ঠানে। অভিযুক্ত কানু কুমার নাথ মিরসরাইয়ের ১৫ নংওয়াহেদ পুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নাথ পাড়ার বিনোদ বিহারী নাথের ছেলে।
দুদকের চট্টগ্রাম কার্যালয় সুত্রে জানা যায়, মিরসরাই উপজেলার কমল দহ খাজুরিয়া গ্রামের নাথ পাড়ার বিনোদ বিহারী নাথের ছেলে কানু কুমার নাথ ১৯৯১ সালে হাটহাজারী উপজেলার ৩ নংমির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে চাকুরিতে যোগদান করেন। যোগদানের চার বছরের মাথায় ১৯৯৪ সালের ৫ মে নিয়োগ পেয়ে ৮ মে পার্শবর্তী উপজেলা ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রি কলেজে বাংলা বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। এর মধ্যে ২০০২ সালের এপ্রিলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিও পান কানু কুমার নাথ। তবে তিনি কলেজে নিয়মিত উপস্থিত থাকলেও প্রথম কর্মস্থল মির্জাপুর ইউনিয়নের সচিব পদে অন্য ব্যক্তি তার হয়ে নিয়মিত কাজ করতেন। যার জন্য ওই ব্যক্তিকেও অর্থ প্রদান করতেন কানু কুমার নাথ। তবে সরকারি বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা গ্রহণ করতেন তিনি।
দুদক জানায়, তথ্য গোপন করে দুই পদে চাকরি করে আসলেও ২০২১ সালে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হলেও কানু কুমার নাথ ১৯৯৫ সাল থেকে ২০২১ সাল (বরখাস্তাহওয়া) পর্যন্ত দুই স্থান থেকেই সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন। একই সঙ্গে কলেজের বেতন বাবদ সরকারি কোষাগার থেকে প্রায় সাড়ে ৫০ লাখ টাকা উত্তোলন করেন।অপর দিকে কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাটহাজারি মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিবের বেতন হিসেবে উত্তোলন করেছে নপ্রায় ৪০ লক্ষ টাকা যা দুদক আইনে অপরাধের সামিল।

অভিযুক্ত কানু কুমার নাথের সাথে যোগাগোগ করা হলে, তিনি এলোমেলো কথা বলতে থাকেন। তবে লোভে পড়ে ভূল করেছেন স্বীকার করেন। এছাড়া তিনি জানান আদালতের নির্দেশ মোতাবেক তিনি এখন কোথাও চাকরী করছেন না। তবে হাটহাজারি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন খান জানান, কানু নাথ ইউপি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নিয়মিত। তাদের দুইজনের কথায় তারতম্য থাকায় পুনরায় ফোন করা হলে কানু নাথ বলেন, দুদকের মামলার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হয়। যেহেতু পূর্ব থেকেই কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করেছে তাই তদন্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিবের পদটি বহাল রাখা হয়েছে। এমন একটি চিঠি পেয়েই ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে গত জানুয়ারীতে ছুটি নিয়ে চলে আসি। আর কর্মস্থলে যাওয়া হয়নি। বিষয়টি পুনরায় নিশ্চিত করতে চেয়ারম্যান আক্তার হোসেন কে বারবার ফোন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তবে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে দেখা যায়, কানু কুমার নাথ এখনো সচিবের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla