চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অসামান্য ও অতুলনীয় ব্যক্তিত্ব। এ দেশের সংবাদপত্র ও সাংবাদিকতার জগতে তাঁর অবদান অপরিসীম। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও অধ্যাপক খালেদ দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। তিনি ছিলেন এক জ্যোতির্ময় নক্ষত্র। দৈনিক আজাদীর সম্পাদক, সাবেক সংসদ ও স্বাধীনতা পদকে ভূষিত জ্যোতির্ময় নক্ষত্র অধ্যাপক মোহাম্মদ খালেদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে ৬ জুলাই ২০২২ খ্রি. সকালে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে তিনি এসব কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ জ্যোতির্ময় নক্ষত্র’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, এ কে জাহেদ চৌধুরী, সাহাব উদ্দিন, ডা. মো. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, আলী আহমদ শাহীন, জাবেদুল ইসলাম শিপন, শহীদুল ইসলাম সুমন, আবদুস সাত্তার, রিয়াতুল করিম, বোরহান উদ্দিন গিফারী ও এসএম হুমায়ুন কবির আজাদ সহ অন্যরা। আলোচনার সভার পূর্বের মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।