চট্টগ্রামে পপি বীজ-মাদক মামলার রহস্য বের করলেন সিআইডি । এই মামলাটি বন্দর থানার মামলা নং-০২(০৬)২১ (পপি বীজ-মাদক) । মামলার তদন্ত পান সিআইডি।সিআইডির পরিদর্শক শরীফুল ইসলাম মামলাটি তদন্ত করে মূল তথ্য উৎঘাটন করেন।
জানা গেছে, মামলার আসামী সিএন্ডএফ হট লাইন কার্গো এর মালিক ফ্রেডরিক রিবেরু প্রঃ লিটন (৪৪) ও পপি বীজ আমদানীকারক প্রতিষ্ঠান আজমাইন ট্রেড এর স্থানীয় প্রতিনিধি (১) উত্তম দত্ত প্রঃ রুবেল (৪২) ও নজরুল ইসলাম প্রঃ আল-আমিন (৬০)দের কে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দী রেকর্ড করে মামলার মুল রহস্য উৎঘাটন করেন ।
অভিযান ও বিজ্ঞ আদালতের কাছে সহযোগিতার জন্য ইন্সপেক্টর স্বরজিৎ, ইন্সপেক্টর প্রনয় প্রকাশ, এস,আই জাকির হোসেন, এস,আই কৃষ্ণ কমল, এ,এস,এ মুকুল ও কং শাহজাহানকে তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।