এম, দিদারুল আলম
আগামী ১১নভেম্বর ২১ ইউপি নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ফটিকছড়ি ১৪ ইউ.পি. তে একক প্রার্থী ঘোষনা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ । ১২ অক্টোবর অনুষ্ঠিত বৈঠক শেষে রাত ১০.০০ টার সময় আওয়ামী লীগের অফিসিয়াল সেল নামক পেইজে এ সংক্রান্ত একটি কপি অনলাইন মাধ্যমে আসে।
আর এতে ফটিকছড়ির বর্তমান চেয়ারম্যানদের মধ্যে ১০জন, বিগত নির্বাচনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্ধি প্রার্থী ৩জন এবং সাবেক চেয়ারম্যান ১ জনের নাম উঠে আসে।
মনোনীত ব্যক্তিদের মাঝে বর্তমান চেয়ারম্যানদের মধ্য, ১.বাগানবাজার-রুস্তম আলী, ২.দাঁতমারা-মোঃ জানে আলম, ৩.নারায়ণহাট-হারুন-অর-রশিদ, ৪.সুন্দরপুর-শাহনেওয়াজ চৌধুরী,৫.রোসাংগীরি-শোয়েব আল সালেহীন,৬.লেলাং- সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন,৭.সমিতিরহাট- হারুনুর রশিদ ইমন,৮.জাফতনগর- আবদুল হালিম,৯.বখ্তপুর- সোলায়মান বি.কম, ১০.আব্দুল্লাহপুর- অহিদুল আলম।
বিগত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচন করা ১. হারুয়ালছড়ি-জুলফিকার আলী,২.পাইন্দং- শাহলাম সিকদার, ৩.কাঞ্চননগর-দিদারুল আলম এবং সাবেক চেয়ারম্যান ধর্মপুর থেকে কাজী মাহমুদুল হক।