মোঃ নাঈম জাহাঙ্গীর
সীতাকুন্ড থানার রাজধানী খ্যাত সীতাকুণ্ড পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা । এখানে রয়েছে সীতাকুণ্ড থানা, উপজেলা ভবন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) এর অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং সীতাকুণ্ড পৌরসভা একটি পর্যটন নগরী হিসেবে পরিচিত সারা বাংলাদেশে।
অথচ সেই সীতাকুণ্ড পৌরসভার একেবারে প্রাণকেন্দ্রে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সংলগ্ন শেখপাড়া নামক স্থানে ময়লার ভাগাড় রয়েছে। যেখানে প্রতিদিন সীতাকুণ্ড পৌরসভা এলাকার ময়লাসহ আশে পাশের এলাকা থেকে টনে টনে ময়লা ফেলা হচ্ছে।
বিভিন্ন এলাকার ফার্মের মরা মুরগী, হেচারীর পঁচা ডিম, গরু ছাগলের বর্জ্য, বাসা বাড়ির বর্জ্য, হাট বাজারের বর্জ্য ফেলা হচ্ছে সেখানে। ডিমসহ বিভিন্ন পঁচা জিনিসের দূর্গন্ধে অতিষ্ঠ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে চলাচলরত যাত্রী ও সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দারা। ময়লার কারণে অত্র এলাকায় সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের বিভিন্ন রোগব্যাধি ডেঙ্গু ডাইরিয়াসহ মারাত্মক পরিবেশ দূষণ। অতএব ময়লার ভাগাড়টি সীতাকুণ্ড পৌরসভা থেকে সরিয়ে জনবসতি থেকে দুরে, কোন সরকারি খাস জায়গায় দ্রুত স্থানান্তরের দাবি সীতাকুণ্ড পৌরসভার সাধারণ বাসিন্দাদের।