চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত (২০) হত্যা মামলার প্রধান আসামি মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।
আজ সোমবার ২৮ জুন ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলার একটি কক্ষে ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকার যুবক শাহাদাতকে আটকে রাতভর টর্চার চালালে সে মারা যায়। পরদিন শনিবার (২৬ জুন) দিবাগত রাত ৯টার নাগাদ শাহাদাতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে শাহাদাত হত্যা মামলার প্রধান আসামী মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।