সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রনি আর নেই। ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে সোলস ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি মারাগেছে। বুধবার ২৬ মে ভোর ৫টার দিকে ঢাকার ডেল্টা ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
খবরটি নিশ্চিত করে সোলস ব্যান্ডের বর্তমান সদস্য পার্থ বড়ুয়া জানান, সংগীতাঙ্গনের সবার প্রিয় ‘রনিদা’র মরদেহ সকালেই চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মরদেহ নেওয়া হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। পরে রাখা হবে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে। সেখানেই ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন হবে।
গত বছর দেশে করোনা আতঙ্ক ছড়ানোর শুরুর দিকে সুব্রত বড়ুয়া রনির ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে রাজধানী মিরপুরের ডেল্টা হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
সুব্রত বড়ুয়া রনি পাঁচ দশক ধরে সংগীতাঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭০ সালে চট্টগ্রামের কয়েকজন গান-পাগল তরুণ গঠন করে গানের দল সোলস। যাদের অন্যতম সুব্রত বড়ুয়া রনি।