চলমান করোনা পরিস্থিতিতে পথশিশুদের ঠিকানা উপলব্ধির শিশুদের জন্য ১ মাসের নিত্য প্রয়োজনীয় উপকরণ ৩০ টি আইটেম (ফুড-নন ফুড) ও সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করলো রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ব্যবস্থাপনায় ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগীতায় আজ ১৯ এপ্রিল অরাজনৈতিক মানবিক সংগঠন উপলব্ধিতে উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, উপলব্ধির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান, সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান ও কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।
উপহার প্রদানকালে আব্দুল জব্বার বলেন, উপলব্ধি পথ-শিশুদের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে; যা সত্যিই প্রশংসার দাবিদার। শিশুদের জন্য কাজ করে যাওয়া এই সংগঠনের পাশে রেড ক্রিসেন্ট সবসময় আছে।