আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এনায়েত বাজার বাটালি হিলস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ সিরাজ উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। মোঃ সামছুদ্দিন মজুমদার সভাপতিত্বে ও মামুনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, মোঃ মিজানুর রহমান, নাজিম উদ্দিন আজমল, ইমাম হোসেন উজ্জ্বল, এস এম জাহাঙ্গীর, মোঃ আবদুল করিম, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ কায়সার, জুবায়ের ইসলাম, নাজিম উদ্দিন, সুমন, ফয়সাল, মিঠু, নাসির, মিথুন, মোঃ ইকবাল হোসেন জনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে জন্ম হয়েছে বলেই আজ আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশ পেয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্ম বার্ষিকী। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল উন্নয়ন ও তার ভাবমূর্তি যাতে কোনো ভাবেই নষ্ট হয় ও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ মার্শালিং ইয়ার্ড ও লোকসেড শাখায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করা হয়।