হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র-বাংলাদেশ এর উদ্যোগে আজ ১৭ মার্চ সংগঠনের নীলু ভবনস্থ কার্যালয়ে আনন্দ উৎসব এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র’র অভিভাবক, সদস্য ও থ্যালাসেমিয়া রোগী যোগ দেন। আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন কেন্দ্রের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী। কর্মসূচিতে এ সময় শাহ নেওয়াজ ফাউন্ডেশনের সভানেত্রী হাসিনা দিদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শাকিল হোসেন, আজীবন সদস্য রনজিত পাল, সাধারণ সম্পাদক আশীষ ধর, ওসমান গণি চৌধুরী বাবুল, শীরিন আক্তার, কান্তা আলম, রেশমী আক্তার ও খাদিজা আকতার অংশ নেন।