চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার রাত ১১টার দিকে পটিয়া সদরের শাহচাঁদ আউলিয়া মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম অভি সেন (২২)। তিনি পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকার রতন সেনের ছেলে।
দুর্ঘটনায় আহত আহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে অভি সেন তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় অভির খালার বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার সম্মুখ আসছিলেন।
অন্যদিকে পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে বাইপাস সড়ক হয়ে পটিয়া পৌর সদরের দিকে যাচ্ছিল। পথে শাহচান্দ আউলিয়া মাজার সম্মুখ গেট সড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে অভি সেন নিহত হন।
নিহতের চাচা ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন সমকালকে বলেন, তার ভাতিজা অভি তার খালার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। চার চাকার একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।