খোয়াজনগর এলাকা হতে ধর্ষণ মামলার আসামী নাছির উদ্দিন মুন্না (২২)নামক এক যুবককে কর্ণফুলী থানা পুলিশ আটক করে। তিনি নোয়াখালী জেলার, নোয়াখালী সদর থানার ৮নং এওয়াজবালিয়া ইউপি’র রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালাম বেপারীর বাড়ীর মোঃ জসিম উদ্দিন এর ছেলে।
তিনি বর্তমানে-পশ্চিম ষোলশহর (অংশ-২), হামজার বাগ, রেল লাইন, মোবারক কাউন্সিলরের বাসার সামনে, ফাতেমার কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামে থাকতেন।
কর্ণফুলী থানার মামলা নং-২২, তারিখ-১৯/৩/২০২৫খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০২০) এর ৯(১) মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।