অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ সমন্বয়ক, মাওলানা তোয়াহা মুহাম্মদ মোদাচ্ছির যুগ্ম সমন্বয়ক ও ড. হাফেজ মোহাম্মদ মহিউল হক সদস্য সচিব মনোনীত
১০ মার্চ ‘২৫ সোমবার বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন এর ৭ (সাত) সদস্য বিশিষ্ট চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয় উপ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহকে সমন্বয়ক, মাওলানা তোয়াহা মুহাম্মদ মোদাচ্ছির যুগ্ম সমন্বয়ক ও ড. হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউল হককে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন, মাওলানা রিদোয়ানুল হক হক্কানী, ড. মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। উক্ত কমিটি জমিয়তুল মোদার্রেসীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার সার্বিক কার্যক্রমের সমন্বয় করবেন।