1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক - পূর্ব বাংলা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কৃতী সন্তান, বরেণ্য রাজনীতিবিদ, চট্টগ্রামের উন্নয়নের অন্যতম রূপকার, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …. রাজিউন)।
জনপ্রিয় রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ভদ্র ও রুচিশীল, অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরবর্তীতে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর আবদুল্লাহ আল নোমানের হাত ধরে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ৯০ এর গণআন্দোলনে শহীদদের স্মরণে বাকলিয়ায় এনএমজে মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবসহ চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের উন্নয়নে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla