সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ২০০ বছরের পূরাতন সড়ক সেনা বাহিনীর কর্তৃক প্রতিবন্ধকতার প্রতিবাদে ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিল ৪ ঘন্টা ।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র দাস সাধারণ জনগণ কে মহাসড়ক অবরোধ তুলে নেয়ার চেষ্টা করে। মঙ্গলবার দুপুর দেড়টার সময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন ও সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুল হক দুই শত বছর পূর্বে গ্রামের সড়ক ভাটিয়ারী সেনা কতৃপক্ষ জবর দখলের চেষ্টা করে এবং কয়েক জন সাধারণ জনগণ আবুল কালাম, জাহেদ হোসেন, রবি হোসেন, আলম গীর কে মার ধর করার অভিযোগ করেন। তারা বলেন আমাদের পূর্ব পুরুষ মাহতাব বিবি সড়ক দিয়ে চলাফেরা করে আসছে ২০০শত বছর ধরে।সিএস,আর এস বিএস জরিপ এই সড়ক টি ১৭ ফুট পাশ রয়েছে। সড়কটি সেনা কর্তৃপক্ষ দখলে আসলে জনগণ বাঁধ দিলে তাদের কে মারধর ও দাওয়া করে বলে রাসেল,রুবেল জানান।
সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার ভূমি মামুন রশিদ বলেছেন জেলা প্রশাসক সাথে সেনাবাহিনী কর্তৃক পক্ষের সঙ্গে কথা হয়েছে। জনগণ যাই চাইবে তাই হবে। মহাসড়কের অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সেনাবাহিনী কর্তৃক যে সকল পিলার স্থাপন করা হয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়।