জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে দেশ গঠনে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বর্তমান যুব সমাজ পারে অগ্রণী ভূমিকা পালন করতে, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ইকবাল হোসেন। হুমায়ুন রশিদ রাসেলের সভাপতিত্বে এবং আজিজুল হাকিম ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুল মান্নান, মহানগর সাধারণ সম্পাদক ওসমান গণি মানিক, সদরঘাট থানা ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক কাজী আসিফ আলভী, থানা ছাত্রলীগের সদস্য হোসেন আলী মুন্না, সিরাজুন নুর সালেহীন আকিব, মোঃ রিয়াদ, নাইমুল হক শুভ, সিরাজুল ইসলাম সজল, জোবায়ের খান জুরাত, অনিক দাস তমাল, সাইফ সাজ্জাদ, সুজন দাস, হৃদয়, মোঃ তাহিম প্রমুখ।
পরে হুমায়ুন রশিদ রাসেলকে সভাপতি এবং জোবায়ের খান জুরাতকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট সদরঘাট থানার নতুন কমিটি ঘোষিত হয়।