চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি নবনির্বাচিত কার্যকরী কমিটি নাজিম-তৌহিদ প্যানেল সৎ ও নীতিনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে সমাজসেবক মোহাম্মদ আলী হোসেন আরিফকে সংবর্ধনা প্রদান করে। আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার সকালে স্টেশন রোড রেলওয়ে মেন্স সুপার মার্কেট ফলমন্ডিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম-তৌহিদ প্যানেলের উপদেষ্টা মেসার্স তৈয়্যবিয়া ফার্মের স্বত্বাধিকারী ব্যবসায়ী-সমাজসেবী মোহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, হালাল সৎ নীতিনিষ্ঠ ব্যবসায় অফুরন্ত বরকত রয়েছে। সততা, ইনসাফ ও ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত ভোক্তাবান্ধব ব্যবসাই সর্বোত্তম ব্যবসা। ব্যবসার নামে দুস্যুবৃত্তি হারাম তথা পরিত্যাজ্য। বক্তারা অনৈতিক পন্থায় সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের দুর্ভোগ বাড়িয়ে দেয়া ব্যবসার লাগাম টানতে সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সাহাব উদ্দিন এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম, আলী আব্বাস খান, জালাল হোসেন, মোঃ শামসুদ্দিন, রাশেদ কামাল মুন্না, আরিফ উদ্দিন, নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, রমজান আলী, আয়াজ মিয়া, তানবীর সওদাগর, জুনাইদুল হক ও মোহাম্মদ ওমর ফারুক। বক্তারা সৎ ও নীতিনিষ্ঠ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং ব্যবসায়ী সমাজকে নিরুপদ্রবে ব্যবসার সুযোগ দানে প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার আহবান জানান।