উত্তর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েশন ও গ্রীণ ফাউন্ডেশন চিটাগাং ও চট্টগ্রাম ও উত্তর জুজখোলা আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ,বীনাপানি সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী এবং নারায়নহাট ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান উত্তর জুজখোলা কালী ও দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আবু আহাম্মদ চৌধুরী মাদ্রাসা সভাপতি মো: সেকান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক মো.ফরিদুর রহমান.সংবর্ধিত অতিথি ছিলেন ৩নং নারায়হাট ইউনিয়ন এর নব-নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ,৩নং ইউনিয়ন ও ৫নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত মেম্বার দিলীপ কান্তি দে ও সাংরক্ষিত মহিলা মেম্বার লক্ষী রানী দে।
এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফেনী সরকারী কম্পিউটার ইনস্টিটিউ এর ক্রাফট ইসট্রাক্টর মো: মনজু হোসেন মজুমদার,বিশেষ অতিথি ছিলেন উত্তর জুজখোলা শ্রী শ্রী কালী ও দূর্গা মন্দির এর সভাপতি বাবু হারাধন দে, গ্রীণ ফাউন্ডেশন চিটাগাং এর উপদেষ্ঠা জুয়েল দেব ও রুপন কান্তি দাশ, মো: ইউসুফ কোম্পানী,উওর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েন এর সাধারণ সম্পাদক মো: জাফর ইমাম ,বীনা পানি সংঘের সভাপতি রাসেল দে. অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার সাজ্জুাদুল কবির জামাল,পলী সঞ্চয় অফিসার অডিটর আব্দুল হালিম .উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গ্রীণ ফাউন্ডেশন চিটাগাং এর সাবেক অর্থসম্পাদক কৃষ্ণ দাশ. আলোচনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং প্রীতি ক্রিকেট খেলাই বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠানে অতিথিবৃন্দ।