নগরের শুলকবহর এলাকায় একটি নালায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে নিখোঁজ শিশু কামালের মরদেহ।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর দুপুরে স্থানীয়রা এ মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক বাবু মিয়া।
গত সোমবার বিকাল ৪টার দিকে ষোলশহর এলাকায় মো. কামাল নামের ওই শিশু নালায় তলিয়ে যায়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে।