রাউজান প্রতিনিধি
গাউছিয়া কমিটি বাংলাদেশ হযরত নাতোয়ান শাহ (রাহঃ) ইউনিট শাখা ও এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ ফাতেহায়ে এয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৮ তম গাউছুল আজম জিলানী কনফারেন্স অনুষ্টিত হয়।
২ ডিসেম্বর বাদে মাগরিব থেকে সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রিমনের সঞ্চালনায় অনুষ্টিত বিশাল সমাবেশেব এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ হযরত নাতোয়ান শাহ রাহ শাখার সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ আল ক্বাদেরী।
সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি হযরতুল হাজ্ব আল্লামা ইলিয়াস নূরী। প্রধান অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সহ সভাপতি জসিম উদ্দীন হিরু। এতে প্রধান বক্তা ছিলেন রাণীরহাট হামেদীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হযরতুল হাজ্ব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। প্রধান আলোচক ছিলেন হাজী সিদ্দীক আহম্মদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হযরতুল হাজ্ব আল্লামা সেকান্দর হোসেন আল ক্বাদেরী, বিশেষ বক্তা ছিলেন সৈয়দ চাঁদ শাহ রাহঃ জামে মসজিদের খতিব আমিরুল হুজ্জাজ আল্লামা আবু মুছা আল ক্বাদেরী, আল্লামা আব্দুল মান্নান আলক্বাদেরী।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, গাউছিয়া কমিটি বাংলাদেশ ৭ নং রাউজান ইউনিয়ন পশ্চিম শাখার উপদেষ্টা আলহাজ্ব নুরুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ আলী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ ৭ নং রাউজান ইউনিয়ন(পূর্ব শাখার) সদস্য সচিব আব্দুল আহম্মদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ ৭ নং রাউজান ইউনিয়ন(পূর্ব শাখার) আহবায়ক হাজী মুহাম্মদ শফি, আমন্ত্রিত মেহমানের মধ্যে উপস্থিত ছিলেনমাওঃ জানে আলম কাদেরি, এম,আব্দুল হাকীম, তসলীম উদ্দিন বাদশাহ , নাছির উদ্দীন, মফিজ সওদাগর, মুহাম্মদ আলী, জাগের হোসেন মানিক, আব্দুর রশিদ, আব্দুর সোবহান, মালেক সওদাগর, রবিউল হোসেন, কাউসার পারভেজ, রফিকুল ইসলাম, নুরুল আবছার, মুহাম্মদ এরশাদ, ফিরোজ আজমীরি, আবু তাহের, ফজল কাদের কালু, সফি আলম, জাহাঙ্গীর আলম, কুব্বাত মিয়া,প্রমুখ। পরিশেষে মিলাদ ও আখেরি মুনাজাতের পর তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।