1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ

চট্টগ্রামের কর্নফুলী উপজেলায় উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে হলুদ সাংবাদিক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬০০ বার পড়া হয়েছে

এম.সফিউল আজম চৌধুরী
   কর্নফুলী উপজেলায় উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে হলুদ সাংবাদিক। এসব সাংবাদিকদের দাপটে কোনঠাসা হয়ে পড়েছে প্রকৃত ইমেজধারী সংবাদকর্মীরা। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যবিত্ত ব্যবসায়ী, সরকারী চাকুরীজীবি, মাদক ব্যাবসায়ী, শিক্ষক ও নানান শ্রেনীপেশার মানুষদের টার্গেট করে এরা চালাচ্ছে নীরব চাঁদাবাজি। কথিত ঐ সকল চাঁদাবাজরা নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকতার মত মহান পেশাকে বেছে নিয়েছে।  নামধারী এসব হলুদ সাংবাদিকেরা কেউ কেউ ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন ব্যক্তিদের হয়রানীমূলক তথ্য লেখা উপহুাপন সম্বলিত পোষ্ট করে ব্লাকমেইলিং এর মতো ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত। বিষয়টি থেকে পরিত্রান পেতে ভূক্তভোগী জনসাধারন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, কথিত ঐ সকল হলুদ সাংবাদিকেরা নম্বরবিহীন মোটরসাইকেলে সংবাদপত্র কিংবা প্রেস লিখে ভূমি অফিসে মিউটেশন, থানায় দালালী সহ নানান অপকর্ম ও বানিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের যন্ত্রনায় চরম অতিষ্ট হয়ে পড়েছে উপজেলা প্রশাসন,  দোকানদার, জমি ক্রেতা-বিত্রেতা, শিক্ষক সহ নানান শ্রেনীপেশার মানুষ। অনেকে হলুদ সাংবাদিদের ভয়ে আতংকিত হয়ে মূখ খুলতে নারাজ। বর্তমানে ঐ সকল হলুদ সংবাদিকেরা বিভিন্ন দালালী থেকে শুরু করে নামপত্তনজারী করে দেওয়া,  মামলা এফআইআর, জিডি এন্ট্রি করে দেওয়া সহ নানান প্রলোভন দেখাচ্ছে নিরীহ ব্যক্তিদের। অনিয়মিত কিংবা কালেভদ্রে প্রকাশিত হওয়া এমন সব পত্র-পত্রিকার কার্ডধারী হলুদ সাংবাদিকেরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে উৎকোচের বিনিময়ে নীরব চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও মিডিয়া কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ গ্রহন করছে না। এতে করে প্রকৃত সংবাদ কর্মীরা অহরহ বিড়ম্বনার শিকার হচ্ছে। সম্প্রতি এ উপজেলায় হলুদ সাংবাদিকদের আনাগোনা এতাটাই বৃদ্ধি পেয়েছে যে, সাধারন মানুষ এদের ভয়ে ভীত হয়ে পড়েছে। এদের দ্বারস্থ না হতে পারলে উপজেলার কোনো মিউটেশন কেস্ ও নামজারী কেস্ করা সম্ভবপর হয় না। এদের সাথে যোগসূত্র রয়েছে ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীরা। পরগাছার মতো গজিয়ে উঠা ঐ সকল হলুদ সাংবাদিকদের কোনো একাডেমিক সার্টিফিকেট থাকা তো দূরের কথা সংবাদ তৈরী করা ও সভ্য সমাজে ঠিকঠাক মতো গুছিয়ে কথা বলতে তারা পারে না। তবে দালালীতে বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলতে তারা বেশ অভ্যস্ত। এদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত না দিলেও তারা হাজির হয়ে সামনের সারিতে বসে পড়ে। এমনকি আয়োজকদের কাছে সংবাদের জন্য অর্থ দাবী করে।হলুদ সাংবাদিকের দৌরাত্ন্য নিবৃত করতে উপজেলার ভূক্তভোগী জনসাধারন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কমনা করেছেন এলাকাবাসী। সুশীল সমাজের লোকজন জানান, হলুদ সাংবাদিক কখনই প্রকৃত সাংবাদিক হতে পারে না। এ ধরনের কাজ যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla