বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এসময় অবৈধ পাহাড় কাটায় প্যারাগন গ্রুপ নামের প্রতিষ্ঠানের কেয়ারটেকার আক্কাছ মোল্লাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।