বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছ।
শনিবার (২৭ নভেম্বর) রাত ৮ টার সময় স্থানীয় নুরুল হকের টেক এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পোপাদিয়া শাখার সভাপতি সাংবাদিক এস এম মোদ্দাচ্ছের।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সালাহউদ্দিন।
উপজেলা যুব সেনার সাংগঠনিক সম্পাদক এস কে এম জাহাঙ্গীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মাওলানা শাহাদাত হোসেন শরীফ, মো. শওকত হোসেন ফারুখী, মাওলানা আমানতউল্লা আল- মারুফ, এম জসিম উদ্দিন, এস এম দেলোয়ার হোসেন, শেখ মো. ইমতিয়াজ, মো. আরিফুল ইসলাম ইমন, মো. রিফাত হোসেন, মো. মোসলেম উদ্দিন, মো. ইফতখার উদ্দিন প্রমূূখ।
বক্তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে দলীয় কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সকল নেতাকর্মীকে স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।