1. admin@purbobangla.net : purbobangla :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর  হেলাল আকবর চৌধুরী বাবর পথচারীদের মধ্যে শান্তির শরবত বিতরণ করলেন চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল

শেভরন ল্যাবে ভুল রিপোর্ট, রোগীদের সাথে দূর্ব্যবহার ও হয়রানীর অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বড়পোল শেভরন ল্যাবে ( ক্লিনিক্যাল ল্যাবটরী পিটিআই লিঃ) গ্র্রাহকদের সাথে চরম প্রতারনা, ভুল রিপোর্ট প্রদান ও  দূর্ব্যবহারের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কম টাকায় মানহীন রিএজেন্ট ব্যবহার করে অহরহ ভুল রিপোর্ট দিয়ে রোগীদের শাররীক জটিলতা সৃষ্টি এমনকি টেস্ট না করে ভুয়া রিপোর্ট দিয়ে সমুদয় টাকা ম্যানেজারের মাধ্যমে হাতিয়ে নেয়া হচ্ছে এখানে  । ভুল রিপোর্ট দেবার পর ধরা পড়ে টাকা ফেরত দিতে গিয়ে এসব তথ্য বের হয়ে আসে।

জানা গেছে , ৯ বছর বয়স্ক জাবিয়া হককে ৪ মার্চ প্রফেসর ডাক্তার ফরিদুল আলম একটি টেস্ট করার জন্য পাঠায় শেভরন ল্যাবে। ওইদিন জাবিয়ার পিতা মোজ্জামেল হক ওই টেস্ট করার জন্য ১০০০ টাকা ফি জমা দেয়। টাকা গ্রহনের ইনভয়েস নং হলো ৩৭০২১০। এই ইনভয়েসের ফলাফলে একটি ভুল রিপোর্ট দেয়া হয়।  ওই রিপোর্টে ডাক্তার আবুল কালাম সইও দেয়। এই রিপোর্ট নিয়ে প্রফেসর ডাক্তার ফরিদুল আলমের কাছে গেলে তিনি বললেন এইটি ভুল রিপোর্ট । তখনই গ্রাহক শেভরন ল্যাবে যোগাযোগ করলে তারা ভুল স্বীকার করে ও টাকা ফেরত দেবার কথা বলে। মানেজার আসলে টাকা দেবে বলে জানায়। পরে রোগীর পিতা মোজাম্মেল হক ম্যানেজার লিটন বরুন দাশের সাথে এই বিষয়ে কথা বললে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে ও উল্টাে খারাপ আচরন করেন।

এই রকম অসংখ্য রোগীর সাথে খারাপ ব্যবহার করার নজির রয়েছে তাদের বিরুদ্ধে। মোঃ নাছির ( ০১৮১১ ২৭৫৬৬৫) নামক এই রোগী চরম নাজেহাল হন শেভরন ল্যাবে । আমাদের অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধনবিহিন এই ল্যাবটি পাচঁলাইশে অবস্হিত শেভরণের শাখা হিসেবে চালিয়ে আসছে। এই বিষয়ে লিটন বরুন দাশের সাথে ফোনে (০১৭০১ ২২৯ ০৮৩) কথা বলার চেষ্টা করলেও এই রিপোর্ট লেখাকালীন সময়ে  তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla