স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠান উদযাপিত হয়েছে।গত ৬ নভেম্বর শনিবার আনোয়ারা উপজেলা আব্দুল জলিল স্মৃতি মিলনায়তনে আল-শাহরিয়া রাফির সঞ্চালনায় মুহাম্মদ মহিউদ্দিন রহিতের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজন করে স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে’– স্লোগান সামনে রেখে স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠননের বর্ণাঢ্য বর্ষপূর্তির আয়োজনে ছিল র্যালী, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, মতবিনিময়, আলোচনা সভা,বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্রেস্ট প্রদান এবং বেশ কয়েকটি এতিমখানায় রাতে খাবার বিতরণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন, আনোয়ারা স্টুডেন্ট ‘স এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির শওকী,স্বপ্নময়ের উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দীন,আগত সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।
এতে ৩০টি অধিক সামাজিক ও মানবিক সংগঠনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।