এম,দিদারুল আলম
গত ২ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টা হতে খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান উপলক্ষে ঈদে মিলাদুন্নাবী (সাঃ) মাহফিলের পাশাপাশি নাতে মোস্তাফা (সাঃ) শানে আউলিয়া, হামদে ইলাহি প্রতিযোগিতা আয়োজন করা হয়। অত্র মাদরাসার শিক্ষক ও সপ্তাহিক পূর্ব বাংলা প্রতিনিধি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম আলক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাদরাসার সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম, অনুষ্টানে উদ্ভোধনী বক্তব্য রাখেন অত্র মাদরাসার সুপার আল্লামা নাসির উদ্দীন আনসারী, এতে প্রধান অতিথি ছিলেন ক্বাদেরীয়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব রাশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাষ্ট কতৃক ফটিকছড়ি উপজেলার খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী এবং বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ নুরুল হুদা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আলীম উদ্দীন, আলহাজ্ব আবু তাহের, প্রবাসী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্টাতা সদস্য জমির উদ্দীন মঞ্জু ও এমদাদুল হক, উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষক মাওলানা ওসমান গণী, মাওলানা সায়াদ উদ্দীন নঈমী, মাওলানা আব্দুল মালেক জদীদি, মাওলানা রফিক উদ্দীন আনোয়ারী , মাষ্টার নুরুস শাহেদীন বিএ,বিএড, আমিনুল ইসলাম বি,এস,সি, আবুল কালাম আজাদ, বাদে জোহর দিতীয় অধিবেশনে বিদায়ি ছাত্র – ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মু্হাম্মদ আরাফাত হোসেন, আরমান হোসেন, আব্দুল মাজেদ, জিন্নাত আকতার, পরিশেষে মাওলানা মু্হাম্মদ দিদারুল আলম আলক্বাদেরী র, মিলাদ ক্বিয়াম ও মাওলানা আব্দুল মালেক জদিদী র,আখেরি মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যেমে অনুষ্টান সমাপ্ত হয়।