বাবর মুনাফ
বোয়ালখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) বিকালব ৩টায় পৌর সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন এর সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল করিম বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবদুল মান্নান রানা, শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান খোকা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীসহ কর্মী ও সমর্থকবৃন্দ। সভায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃণমূলের দূয়ারে দূয়ারে পৌঁছে দিতে হবে। আসন্ন ইউনিয়ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।