রাউজান প্রতিনিধি
১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় মুন্সির ঘাটা চত্বরে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সাধন পালিত, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা তপন দে, জিয়াউর হক রোকন, আবু ছালেক, মোহাম্মদ আসাদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ।
সমাবেশে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সরকারের ভাবমুক্তি ক্ষুন্ন করতে সম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। এ দেশে উগ্রবাদীদের স্থান নেই। সমাবেশ শেষে সম্প্রীতি বন্ধনে শান্তি বার্তা দিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করেন।