বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি দিলীপ সর্দার। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুর্গাপূজার মহানবমীতে তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দুর্গাসংঘ ও শ্রী শ্রী রামপুকুর সেবাশ্রম পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে আগামী বিজয়া দশমী সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীর সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ নাছির, ঝুলন বিশ্বাস, বাদল দে প্রমুখ।