বাবর মুনাফ
আজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১৩ অক্টোবর) দুপরে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, “আজ যারা মেয়রসহ বিভিন্ন পদে শপথ নিয়েছেন তারা একমুহুর্ত আগে রাজনৈতিক কর্মী থাকলেও এখন থেকে জনগনের সেবক; সরকারের অংশ। তাই এ শপথ শুধু কিছু কথা নয়, দায়িত্ব পালনের অঙ্গিকার। এখন থেকে সকলে দেশের স্বার্থে কাজ করবেন।” অনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম ও কাউন্সিলর তারেকুল ইসলাম, সিরাজুল হক, আরিফউদ্দিন জুয়েল, সুনীল চন্দ ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী, মো. নাছের আলী, মাহমুদুল হক, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু শপথবাক্য পাঠ করেন। বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম শহরের সবচেয়ে কাছের পৌরসভা বোয়ালখালী। কিন্তু এই পৌরসভার অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। হঠাৎ কেউ আসলে তাদের কাছে এই এলাকাটিকে বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে শেষে বোয়ালখালী পরিষদ চত্বরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।