মাওলানা মুহাম্মদ দিদারুল আলম
পবিত্র মাহে রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে প্রিয় নবীজি পৃথিবীতে শুভাগমনের মাস রবিউল আওয়াল শরীফ। বর্তমান বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্রে পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ পালিত হয়ে আসছে। এরি ধারাবাহিতায় বাংলাদেশেও পবিত্র জশনে জুলুশ পালন হচ্ছে নানা আয়োজনের মাধ্যেমে। ৯ ই অক্টোবর শনিবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের চার ও পাচঁ নাম্বার ওয়ার্ডের আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও এলাকার সর্বস্তরের সুন্নী জনতার ব্যাবস্তাপনায় প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেটে নারায়ে তাকবির নারায়ে রেসালত আল্লাহু আকবর ধ্বনিতে র্যালি শুরু হয়।
৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের সুন্নী জনতা সকাল আট ঘটিকায় উত্তর হলদিয়ায় জমায়েত হয়,
আহলে সুন্নাত ওয়াল জামাত হলদিয়া ইউনিট শাখার সম্পাদক ও অর্থ সচিব ও বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় আজিমুশশান জশনে জুলুশে ঈদে মিলাদুন্নাবী সাঃ র্যালীর শুরুতে উদ্ভোধনী বক্তব্য
দেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলদিয়া ইউনিট শাখার সভাপতি আল্লামা জাফর আলম নূরী। এতে প্রধান অতিথি ছিলেন-আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উত্তরের সেক্রেটারি ও জুলুশ বাস্তবায়ন কমিটির অহ্বায়ক আল্লামা ইদ্রিস আনসারী মঃজিঃআঃ শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র ৪ ও ৫ নং ওয়ার্ডে
জুলুশের প্রতিষ্টাতা ও সচিব ইউ,পি সদস্য মুহাম্মদ আলী,
বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন সভাপতি মাষ্টার মুহাম্মদ হোসাইন, স্বাধীন নিউজ ও দৈনিক পূর্ব বাংলার রাউজান প্রতিনিধি রাউজান প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক মাওলানা দিদারুল আলম, মাষ্টার শামশুল আলম, আহলে সুন্নাত ওয়াল জামাত হলদিয়া ইউনিট শাখার সেক্রেটারি আল্লামা নুরুল আবছার রেজবী, আবুল কাশেম কালু ফকির, দেলা মিয়া, মুহাম্মদ সাহাব উদ্দীন, ফজল কাদের,মুহাম্মদ ইদ্রিস, আবুল মুনছুর, আব্দুল শুক্কুর, জিল্লুর রহমান।
জুলুশ মঞ্চে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবু তাহের রেজবী, মাওলানা আব্দুল আলী রেজবী, মাওলানা মুহাম্মদ নোমান,মাওলানা নুর মুহাম্মদ সওদাগর, মুহাম্মদ হোসাইন, মাওলানা জালাল উদ্দীন আত্বারী,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, আবুল বশর, হাফেজ আবু আহম্মদ, মাওলানা হাফেজ মুহাম্মদ সেলিম, হাফেজ মাহাবুবুল আলম,হাফেজ আব্দুর রশিদ, মুহাম্মদ শাহাদাত হোসেন,নাতে মোস্তাফা পরিবেশনে মাওলানা শায়ের হাছান রেজা আজিজী, শায়ের মু্হাম্মদ বিন সাব্বির,ইয়াছিন আরাফাত, মুহাম্মদ সালাহ উদ্দীন,
সকাল আট ঘটিকায় বের হওয়া জশনে জুলুশের বিশাল র্যালী উত্তর হলদিয়া হতে রওনা হয়ে হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশ হয়ে হলদিয়া পুরাতন বইজ্জার হাট , হলদিয়া নতুন বাজার (নতুন বইজ্জার হাট) হযরত আয়েশা সিদ্দীকা হেফজ ও এতিম খানা হয়ে আমতলী টিলা হয়ে হযরত রুস্তম শাহ রাঃ মাজার সহ প্রায় আট কিলোমিটার পথ পায়েহেঠে হলদিয়া উচ্চ বিদ্যালয় তোরণ সংলগ্ন হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমী মাঠে এসে জমায়েত হয়,
এতে তরুন বক্তা মাওলানা হাছান রেজা আজেজির শুভেচ্ছা বক্তব্য ও মিলাদ ক্বিয়াম শেষে অনুষ্টানের প্রধান অতিথি আল্লামা ইদ্রিস আনসারীর সমাপনি বক্তব্য ও আখেরি মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যেমে মাহফিল সমাপ্ত হয়।উল্লেখ্য অনুষ্টান সরাসরি লাইভ প্রচারে স্বাধীন নিউজের অগ্রযাত্রা প্রসারে বিশেষ দোয়া করা হয়।