1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ

করোনায় দীর্ঘ বিরতি শেষে জমে উঠেছিল থিয়েটার স্লোগানের নাট্য আড্ডা; হাতে নেয়া হলো একগুচ্ছ কর্মপরিকল্পনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বন্দর নগরী চট্টগ্রামের প্রতিশ্রুতিশীল ও নবীণ নাট্যকর্মীদের প্রতিনিধিত্বকারী নাট্য সংগঠন থিয়েটার স্লোগান। দীর্ঘ সতেরোটি বছর অতিক্রম করে যৌবন দীপ্ত আঠারোতে পা রাখা দলটির নিজস্ব রচিত নাটকের সংখ্যা ছাড়িয়েছে ত্রিশ এর কোটা। এছাড়া রয়েছে বিভিন্ন গল্পের নাট্যরূপ, অনুবাদ, শ্রুতিনাট্যসহ প্রায় তিন শতাধিক প্রযোজনার বর্ণাঢ্য ইতিহাস। মহামারী করোনা পরিস্থিতি ও সরকার ঘোষিত লকডাউনের কারণে দীর্ঘ প্রায় ৬ মাস দলের অগ্রজ, অনুজ আর নবীণ নাট্যকর্মীদের নাট্যচর্চায় বিরতী থাকার পর গতকাল (৮ অক্টোবর’২১) শুক্রবার নগরীর দোস্ত বিল্ডিং তৃতীয় তলায় থিয়েটার ক্লাব-চট্টগ্রাম মিলনায়তনে দলের মহড়া কক্ষে পরন্ত বিকেল থেকে বসে নাট্য আড্ডার। প্রাণবন্ত আনন্দবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাট্য আড্ডায় উপস্থিত ছিলেন, থিয়েটার স্লোগান’র প্রতিষ্ঠাতা দলপ্রধান, নাট্যকার, ও নাট্য নির্দেশক লালন দাশ, সহ-দলপ্রধান টুটুল গাঙ্গুলি, দলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক নির্মাতা, গল্পকার ও সাংবাদিক সবুজ অরণ্য, বর্তমান সাধারণ সম্পাদক আশীষ দত্ত (সুমন), সাংগঠনিক সম্পাদক নাট্যকার ও নাট্যভিনেতা আহমেদ আফতাব কামাল এবং নবাগত নাট্যাভিনেত্রী ও নারী উদ্যোক্তা উম্মে সালমা। এছাড়া ভার্চুয়্যালে অংশগ্রহণ করেন, থিয়েটার স্লোগান’র সহ-প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী, অভিনেত্রী ও স্লোগান সাংস্কৃতিক স্কোয়াড এর দলপ্রধান প্রীতি কণা দাশ, নাট্যকর্মী সুধাম দাশ, রাজীব চৌধুরী, পলাশ মল্লিক, সজীব দাশ, বিপ্লব সরকার, মোহাম্মদ মহিউদ্দিন, রুবেল দাশ, মোহাম্মদ তৌহিদুল আলমসহ অন্যন্যরা। শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের পর শুরু হয় দলের আগামীর কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা। আলোচনায় সর্বসম্মতিক্রমে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বাঙ্গালীর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি ও বিজয়ের মাস ডিসেম্বরে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত ও থিয়েটার স্লোগান পরিবার’র ১৬তম প্রযোজনা লালান দাশ এর রচনা ও নির্দেশনায় প্রদর্শিত নাটক “স্বপ্ন সময়” মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের আয়োজনে নভেম্বরে অনুষ্ঠিত পথনাট্য উৎসবে খ্যাতিমান নাট্যভিনেতা, নাট্যকার মমতাজ উদ্দিন আহম্মদ রচিত ও লালন দাশ নির্দেশিত নাটক “স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন করার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান বিন্দু মিডিয়ার ব্যনারে গল্পকার ও সাংবাদিক রাজীব রাহুল’র প্রযোজনায় ইউটিউব চ্যানেল বিনোদন বাংলায় প্রচারের জন্য লালন দাশ এর রচনা ও সবুজ অরণ্য’র পরিচালনায় “মাটির কান্না” নাটকটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়। পড়ন্ত বিকেল পেড়িয়ে নামে সন্ধ্যা। শরতের সন্ধ্যাটাও পা রাখে রাত্রির উঠোনে। গড়িয়ে যায় সময়। আর সময়কে থামিয়ে দিতে যেন প্রতিজ্ঞাবদ্ধ দীপ্ত যৌবনের আঠারোতে পা দেয়া স্লোগান পরিবারের সদস্যরা। তবু সময় পেড়িয়ে যায়, থামে কোলাহল। ঘড়ির কাঁটা সংকেত দেয় ঘরে ফেরার। ভাঙ্গে আড্ডা। নাট্যপ্রেমী, দেশজ সংস্কৃতিমুগ্ধ আর শুদ্ধতায় সুন্দর আগামী প্রজন্মের কাছে আলোর ফেরিওয়ালা হওয়ার স্বপ্ন নিয়ে মহড়া কক্ষের আলো নিভায় একঝাঁক নাট্যকর্মী।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla