চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক নির্বাচন আজ চট্টগ্রাম কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজস্থ মহিলা কলেজে সকাল ১১ থেকে বিকাল ৪ টা
পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৪১০জন ভোটারের মধ্যে ৩৪৮জন ভোট প্রদান প্রদান করেন। এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুয়াইশ কলেজের সহকারী অধ্যাপক মোঃ সেলিম উল্লাহ। নির্বাচনে বিপুল ভোটের সভাপতি নির্বাচিত হন জিন্নাত পারভীন সাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রণব কুমার দাশ। এ ছাড়াও নির্বাচনে বিজয়ী শিক্ষকরা হলেন-মোঃ শহীদুল ইসলাম, নাজনীন আক্তার, মোঃ মনিরুজ্জামান, চিন্ময় গুহ, সাইফুল ইসলাম, বিপন সরকার, মুহাম্মদ আলী, এটিএম জয়নুল আবেদীন, মুহাম্মদ ওমর ফারুক, সুলতানা রাজিয়া, মোঃ আনোয়ার হোসেন, নন্দিতা দেব নাথ, টিংকু চক্রবর্ত্তী, ফিরোজ আলম, মাসুদ ইবনে হোসাইন, সৈয়দা আতিয়া বেগম, রেজিয়া বেগম, সুজন বড়ুয়া, ইসরাত জাহান মিলি, সিদ্ধার্থ কর ও সাহেদুল করিম চৌধুরী।