বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
নানা মাঙ্গলিক আয়োজনে বোয়ালখালীর করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড় চুড়ায় অবস্থিত মেধস মুনির আশ্রমে শুভ মহালয়ার উদ্বোধন করেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি। এ আহ্বানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে পূণ্যার্থী, পূজার্থী ও দর্শনার্থীদের সমাগম ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেধস মুনির আশ্রম প্রাঙ্গণ। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জির সহধর্মিনী শ্রীমতি রুনা ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ট্রাষ্টি বাবুল শর্মা। আর্শীবাদক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অমিত লালা, সাবেক সভাপতি অজিত বিশ্বাস, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান ও আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে প্রমুখ। এছাড়া আয়োজনের মধ্যে ছিলো চন্ডীপাঠ, দেবী ভগবতীর পূজা, ভোগরাগ, প্রসাদ বিতরণ ও মাতৃগীতাঞ্জলী।