বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’২০২১ উদযাপন উপলক্ষে প্রতিপাদ্য বিষয়ঃ “সবার জন্য প্রয়োজন, জম্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” শীর্ষক এক র্যালী ও আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তন “অপরাজিত”য় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ, সারোয়াতলী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ, উদ্যোক্তা রেজাউল করিম, উদ্যোক্তা জয় ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক, উদ্যোক্তা ও সাংগঠনিক প্রতিনিধিবৃন্দ। এ সভায় বক্তারা জম্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যেই নিবন্ধন করার জন্য সকলকে এগিয়ে আসার এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।