নয়ন শীল
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ লিংক রোড, সাউদান ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫০ পিস ইয়াবা সহ মোঃ রাকিবুল হোসেন (৬৫) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ঃ২৫ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোডস্থ সাউদান ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিবুল হোসেন (৬৫) কে গ্রেফতার করেন। এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ৩৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত মোঃ রাকিবুল হোসেন এর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।