ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মামুরখাইন হরিমন্দিরের মহোৎসব কমিটির লাকী কুপন ড্র”। ১ম পুরষ্কার : এল.ই.ডি টেলিভিশন। ২য় পুরষ্কার : ১ টি মোবাইল সেট। ৩য় পুরষ্কার : লাকী কুপন ড্র অনুষ্ঠান শুক্রবার হরিমন্দিরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি গৌতম গুহ বাচ্চূ সভাপতিত্বে ও যীশু দাশের সঞ্চালনায় লাকী কুপন ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালের সুজিত কুমার দাশ, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), এতে বক্তব্য রাখেন মহোৎসব প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নন্দী,সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ,বাগীশিক আনোয়ারা উপজেলার প্রকাশনা সম্পাদক বাবু নীলকান্ত দাশ বিষু, ,মহোৎসব কমিটির কোষাধ্যক্ষ বাবু মিল্টন নন্দী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি পরৈকোড়া ইউনিয়নের সভাপতি সুনীল আকাশ বাসু নন্দী, নেপাল আইচ, , রাজীব নন্দী,রাজু নন্দী ,অলক গুহ প্রমুখ।