সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী ছিলেন আপাদমস্তক একজন পরিপূর্ণ রাজনৈতিক কর্মী। জীবদ্দশায় তিনি চট্টগ্রামের আপামর জনসাধারণ ও রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত নেতা। দলের নেতাকর্মী এমনকি এলাকার সমস্যাগ্রস্থ মানুষের পাশে থাকতেন তিনি। রাজনীতির বাইরেও বাইরেও তিনি ছিলেন চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের স্বার্থে যে কোন আন্দোলনে সদা সক্রিয়। তার মৃত্যুতে জাতীয় পার্টি ও চট্টগ্রামের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে মন্তব্য করে তিনি প্রয়াত তপন চক্রবর্ত্তীর আজন্ম লালিত স্বপ্ন চট্টগ্রামের উন্নয়ন ও জনতার পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তীর নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে নাগরিক শোক সভা উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান পল্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক চাকসু ভিপি ও সংসদ সদস্য মাজহারুল হক শাহ্ চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী, স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকি, জাহাঙ্গীর আলম চৌধুরী, নগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাকলিয়া থানার সদস্য সচিন নুরুল আজিজ সওদাগর, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আকতার খান, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব শেলী, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর পল্লীবন্ধু পরিষদের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, কোতোয়ালী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, ইপিজেড থানা জাতীয় পার্টির সভাপতি বেলাল উদ্দিন বেলাল, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, নগর মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক দীল মোহাম্মদ দিলু, নগর ছাত্র সমাজের আহ্বায়ক শরীফুল মোল্লা নীরব, সদস্য সচিব আবু হানিফ নোমান, যুগ্ম আহ্বায়ক অমিত চক্রবর্ত্তী শান্ত, মোঃ ফয়সাল, আবু হাসান, আরাফুতুল ইসলাম কচি, হায়দার আলম মারুফ, পিকাশ শীল সাগর, প্রয়াত তপন চক্রর্ত্তীর জ্যৈষ্ঠ পুত্র বিজয় চক্রবর্ত্তী শাওন প্রমুখ।