গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল রাষ্টীয় নিপীড়ন বন্ধ করো : মানববন্ধনেে বক্তারা
মায়ের ডাক ও এইচআরডি ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর নেতৃবৃন্দরা বলেন, সরকার এখনো গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেনি এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত গুমের বিষয়টি অস্বীকার করা হচ্ছে । অথচ ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশ প্রথমবারের মতো প্রতিবেদন জমা দিলে বাংলাদেশের পরিস্হিতির পর্যালোচনার পর জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি তাদের চুড়ান্ত পর্যবেক্ষণে অঘোষিত আটক ও গুমের ঘটনাগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের তথ্য প্রকাশের ব্যর্থতায় উদ্বেগ জানিয়েছে ।
গত ৩০ শে আগষ্ট বিকেলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণে ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল রাষ্টীয় নিপীড়ন বন্ধ করার দাবিতে গুম হয়ে যাওয়া সন্তানদের মায়ের সংগঠন “মায়ের ডাক” ও হিউম্যান রাইটস ডিপেন্ডার্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে পালিত মানববন্ধনেে বক্তারা এসব কথা বলেন।
বিভিন্ন সময় গুম হয়ে যাওয়া লোকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, এইচআরডি নেটওয়ার্ক চট্টগ্রাম এর সভাপতি, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর।
“হিউম্যান রাইটস ডিপেন্ডার্স ও ট্রাষ্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশ” এর মহাসচিব আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবি, লেখক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন ।
গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের উপর বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিল এর সভাপতি এডভোকেট ভুলন ভৌমিক, সেক্রেটারি জেনারেল এডভোকেট আমির আব্বাস, সংগঠক হামিদুল হক চৌধুরী, সাংবাদিক রোকন উদ্দিন আহমদ, সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট সংগীত শিল্পী ফরিদা করিম, এডভোকেট সাজ্জাদ হোসেন, এডভোকেট মানিক সাহাদাত, এডভোকেট সফিউল করিম আবিদ, সাংবাদিক এম মনির চৌধুরী রানা, সাংবাদিক হুমায়রা জান্নাত, সাংবাদিক কমল বড়ুয়া বিজয়, মানবাধিকার কর্মী মীর বরকত হোসেন, বাংলাদেশ সম্মিসন ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, এম এইচ সোহেল, এস এম শাহজাহান, গুমের শিকার জাহেদ হোসেনের মা হোসনে আরা, বলি মনসুরের ছেলে আবদুর রহিম, গুমের শিকার শামীম সর্দারের পরিবারের পক্ষে শওকত হোসেন, গুমের শিকার নজরুল ইসলাম প্রকাশ বাচা চেয়ারম্যান এর পক্ষে উপস্থিত ছিলেন মনির হোসেন ।