শাহিন আহমেদ
চট্টগ্রাম নগরীর অনেক থানার মধ্যে একটি পতেঙ্গা থানা। পতেঙ্গা মানেই অপরাধ ও অবৈধ গাড়ির বিশেষ এলাকা । এর মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক চালিত গাড়ি হলো ব্যাটারিচালিত ইজিবাইক।
বিদ্যুতের অপচয় ও রাস্তায় বিশৃঙ্খলা কারণে এই ইজিবাইক গুলোর অনুমোদন নেই সরকার পক্ষ থেকে। তবুও থেমে নেই এই ইজিবাইক গুলোর ব্যবহার, বরং দিন দিন নগরীর অলিতে গলিতে বেড়েই চলছে এই অবৈধ ইজি বাইকের সংখ্যা।
পূর্ববাংলার অনুসন্ধানে জানা গেছে, অবৈধ ইজি বাইক চালানোর জন্য প্রতিটি এলাকায় সুনির্দিষ্ট ব্যবস্থা আছে । থানা পুলিশ ও স্থানীয় নেতাদের যৌথ উদ্যোগে লাইনম্যানদের মাধ্যমে প্রতিটি ব্যাটারিচালিত ইজিবাইক এর একটি করে কার্ড ইস্যু করা হয়।
এক কার্ডে উল্লেখ থাকে কোন ইজিবাইক কোন এলাকা পর্যন্ত চলতে পারবে।
এই কার্ডের জন্য প্রত্যেক চালকদের ১০০ টাকা করে দিতে হয় লাইনম্যানকে এই টাকা না দিলে নির্ধারিত এলাকার মধ্যে ইজি বাইক চালানো সম্ভব হয়না।
আবার কোন ইজিবাইক কার্ডে উল্লেখ করা এলাকার বাহিরে চলে গেলে ও সেটি ধরা পড়লে ট্রাফিক পুলিশকে খুশি করে গাড়ি ছাড়িয়ে আনতে হয় তাতে একেক বার খরচ সর্বনিম্ন ২০০০ হাজার টাকা পর্যন্ত।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, ইজিবাইক চালকদের মতো প্রান্তিক পেশাজীবীর পকেট থেকে বিপুল অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেটের হাতে অথচ রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে না একটি টাকাও। এভাবেই ক্ষোভ প্রকাশ করতেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা হঠাৎই যেনো বদলে গেল পতেঙ্গা রাস্তার চিত্র । দীর্ঘক্ষন যানবাহনের একটা জটলা লেগে থাকত এই এলাকার অলি গলির মুখে।সেই পরিস্থিতি এখন আর নেই ।এ বিষয়ে এলাকাবাসী ধন্যবাদ জানায় ট্রাফিক পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিদর্শক টিআই শহীদকে।
এ বিষয়ে কথা হয় ট্রাফিক পুলিশ পরিদর্শক টিআই শহীদ সাহেবের সাথে তিনি বলেন পেশাগত দায়িত্ব ও জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি এই পতেঙ্গা এলাকায় এসেছি মাত্র কিছুদিন । আমি আমার মতো আপনি আপনার মত । আমি শুনেছি এই এলাকায় একটি সিন্ডিকেট ,ড্রাইভার দের কাছ থেকে প্রতিদিন চাঁদা নেই। টিআই শহীদ আরো বলেন আমার গায়ে রাষ্ট্রীয় পোশাক । আমি রাষ্ট্রের জন্য ও রাষ্ট্রের মানুষের জন্য সর্বদা কাজ করে যাব।
টিআই শহীদ আরো বলেন আমি কোন সিন্ডিকেটের পক্ষে না ও আমি কোন অবৈধ সিন্ডিকেটের চাকরি করি না। আমি ভেঙে দিতে চাই সেই চাঁদাবাজ ও অবৈধ সিন্ডিকেটগুলো।
এ বিষয়ে কথা হয় ট্রাফিক বন্দর এসি মিজান সাহেবের সাথে তিনি বলেন অবৈধ সবার জন্যই অবৈধ, ভালো কিছু করলে যেমন ভালো রেজাল্ট পাওয়া যায়, তেমনি করে খারাপ কিছু করলে রেজাল্ট খারাপ আসবে। আমি টিআই শহীদ সাহেব কে ধন্যবাদ জানাই।