চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন করে ৮৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণ হার ২৯ দশমিক ৩৩ শতাংশ।
মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও দশটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮৭৯ জন পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ৯১ হাজার ৯০৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬৭ হাজার ৮৯৪ জন ও গ্রামের ২৪ হাজার ১৩ জন।