প্রবল বৃষ্টিপাতে ভারতের মহারাষ্ট্রের কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। আটকা পড়েছেন হাজারও মানুষ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই ও এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলায় বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সে জন্য মানুষকে বাড়ির ছাদ বা আশপাশের উচু স্থানে অবস্থান নিতে নির্দেশ িদয়েছে স্থানীয় প্রশাসন।জানা গেছে, ভূমিধসে মারা যাওয়া লোকদের মধ্যে ৩২ জনকে তালাই এবং বাকি চারজনকে শখর সুতা ওয়াদি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ৩০ জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রায়গড় জেলা কালেক্টর নিধি চৌধুরী জানান, যারা আটকা পড়েছেন তাদের উঁচু জায়গা কিংবা ছাদে উঠে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। যেন হেলিকপ্টারের মাধ্যমে তাদের সেখানে থেকে সহজেই নিয়ে আসা যায়।সবটুকু জানতে ক্লিক করুন