পুর এলাকায় গবাদি পশু বাড়িতে পালন করতে হলে লাগবে অনুমতিপত্র। শুধু তাই নয়, বাড়িতে বেঁধে রাখতে হবে পশু। কোনওভাবে যেন রাস্তাঘাটে না ঘুরে বেড়ায় পশু। রাস্তাঘাটে গবাদি পশু দেখতে পাওয়া গেলেই আইনি পদক্ষেপ করা হবে। মালদার দুই পুরসভা- ইংরেজবাজার ও পুরনো মালদার তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন