1. admin@purbobangla.net : purbobangla :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসছে : অলি আনোয়ারা সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, জিম্মি দুইশত পরিবার সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো বায়েজিদে টোকেন বাণিজ্য নিষিদ্ধ অটোরিক্সা অবাধেই চলছে ট্রাফিক পুলিশ চাঁদা পেয়েই নিরব ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ 

আত্মার উন্নয়ন প্রক্রিয়ার নামই শিক্ষা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডার র দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল্লামা ইকবালকে লক্ষ্য করে বলেন, খুদি বা আত্মার উন্নয়ন ঘটানোর প্রক্রিয়ার নামই শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে ইসলামী আদর্শের কাজ হলো পরিপূর্ণ মানবসত্তার লালন করে এমনভাবে গড়ে তোলা। যার এমন একটি পূর্ণাঙ্গ কর্মসূচি যে, মানুষ তার দেহ, বুদ্ধিবৃত্তি এবং আত্মা তার বস্তুগত, আত্মিক জীবন এবং পার্থিব জীবনের প্রতিটি কার্যকলাপের কোনোটিই পরিত্যাগ করে না। আর কোনো একটির প্রতি অবহেলা বা মাত্রাতিরিক্ত ঝুঁকেও পড়ে না। দারুল মুস্তফা মডেল একাডেমি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করে বিকশিত আত্মার মানুষ সৃষ্টির প্রয়াস যেমন চালাচ্ছে তেমনি দক্ষ মানবসম্পদ গঠনেও ভূমিকা রাখছে।

আজ১৫ মার্চ সকালে মাইজভাণ্ডার দরবার শরীফে দারুল মুস্তফা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী ৬ষ্ঠ তম দারুল মুস্তফা মডেল একাডেমীর সালানা জলসা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), বিশ্বে ও সকল আউলিয়া কেরামের ওরশে পাক এবং সকল মুসলিম ভাই-বোনদের ইছালে সাওয়াব উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিলের সফলতা কামনা করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আবদুল মালেক সওদাগর, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ আলী, মুহাম্মদ নঈম উদ্দিন, মুহাম্মদ আবদুল মোতালেব রাজু, মুহাম্মদ জিয়া উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla