বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা শাখার সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিলের পিতা সমাজসেবক হাজী মুহাম্মদ গোলাম কিবরিয়া (৭০) গত ৩০ মে রবিবার বিকাল ৩.৩০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। মরহুমের ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক এরশাদুল করিম, মহানগর দক্ষিণের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ, বাকলিয়া থানার সভাপতি মুহাম্মদ বেলাল রেজা কাদেরী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।